জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পত্তি কমল জেফ বেজোসের (Jeff Bezos)। ছুটির মাসে অ্যামাজনে বিক্রিবাট্টা কম হচ্ছে এমন খবর প্রকাশ্যে আসতেই হুড়মুড়িয়ে শেয়ার কমেছিল সংস্থার। সব মিলিয়ে প্রায় ২৩০ কোটি ডলার খোয়ালেন অ্যামাজন সংস্থা প্রধান। বৃহস্পতিবার বাজার বন্ধের আগে ২১ শতাংশ পড়ল অ্যামাজনের স্টক। মার্কেট বিশেষজ্ঞরা মনে করছে শুক্রবার অবধি এই হারে শেয়ার পড়তে থাকলে আরও সম্পত্তি কমবে জেফ বেজোসের। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় প্রথম পাঁচ থেকেও নেমে আসবেন জেফ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Modi-Putin: ভারতের বিদেশনীতির প্রশংসায় রাশিয়া, মোদীকে 'দেশপ্রেমিক' আখ্যা পুতিনের


ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স বলছে, এমন ঘটনা হলে তা হবে রেকর্ড। ২০২১ এর জুলাইতে জেফ বেজসের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ২১৪ কোটি মার্কিন ডলার। তা কমে এবার হয়েছে ১১১ কোটি মার্কিন ডলার। বৃহস্পতিবার মার্কেট বন্ধের সময় দেখা যায়, প্রায় ৩৩ শতাংশ স্টক কমেছে। অগস্টে পাওয়া তথ্য অনুসারে, বেজোসের প্রায় ৯৯৬ মিলিয়ন শেয়ার রয়েছে। এদিকে, ২০১৯ এ ম্যাকেঞ্জি স্কট বেজোসের সঙ্গে পার্টনারশীপ ছেড়ে বেরিয়ে যান। তিনিও প্রায় ৭ বিলিয়ন ডলার খুইয়েছেন। স্কটেরও অ্যামাজনে শেয়ার ছিল প্রায় ২৯৩ মিলিয়ন।


বেশ কিছুদিন আগে শেয়ার বাজারে ৮০,০০০ কোটি টাকা খুইয়েছিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মোটে ২৪ ঘণ্টায় এত পরিমাণ টাকা কমে গিয়েছিল তাঁর।  ব্লুমবার্গ বিলিয়োনেয়ার্স ইন্ডেক্স জানিয়েছিল,  অ্যামাজন-কর্তা বেজোসের এক দিনে ৯.৮ বিলিয়ন ডলার খসে গিয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০,০০০ কোটি টাকা। 
এর আগে মেটার প্রধান মার্ক জুকারবার্গ, এলন মাস্ক এবং চাংপেং ঝাও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে বেজোস যদি তার সম্পদের পতন এভাবেই অব্যাহত রাখেন, তাহলে তিনি উপরিউক্ত নামগুলোকেও ছাড়িয়ে যেতে পারেন।


আরও পড়ুন, Road Accident in Massachusetts: দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ ভারতীয় পড়ুয়ার মৃত্যু ম্যাসাচুসেটসে, আহত ৫...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)