Joe Biden | Xi Jinping: ৪ ঘণ্টা বৈঠকের পরেও গলেনি বরফ? জিনপিংকে `স্বৈরাচারী` বললেন বাইডেন!
বাইডেনের সর্বশেষ এই মন্তব্য চিন সরকারের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর ক্যালিফোর্নিয়ায় জুনের একটি তহবিল সংগ্রহের সময় বাইডেন শেষবার শি-কে স্বৈরশাসক বলেছিলেন। চিনা আধিকারিকরা এই মন্তব্যটিকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কের সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলেছেন। এক বছরেরও বেশি সময় পরে তারা প্রথমবার দেখা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য অকপট ও ফলপ্রসূ আলোচনা করেছেন বলে জানানোর মাত্র একঘন্টা পরেই এই কথা বলেছেন তিনি।
সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাৎ হয়।
আরও পড়ুন: Earthquake Hits Afghanistan: এবার কেঁপে উঠল আফগানিস্তান, কাঁপল জম্মু-কাশ্মীরও...
বাইডেন এই বছরের শুরুতে শি সম্পর্কে একই ধরনের মন্তব্যের কথা মনে করিয়ে দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আচ্ছা, দেখুন, তিনি (একজন স্বৈরশাসক)’।
৮০ বছরের বাইডেন আরও বলেন, ‘আমি বলতে চাইছি, তিনি একজন স্বৈরশাসক এই অর্থে যে তিনি এমন একজন ব্যক্তি যিনি এমন একটি দেশ পরিচালনা করেন যেটি একটি কমিউনিস্ট দেশ যা আমাদের তুলনায় সম্পূর্ণ আলাদা ধরনের সরকারের উপর ভিত্তি করে চলে’।
তিনি চার ঘন্টার বৈঠক সম্পর্কে বলেছিলেন যে, ‘যদিও, আমরা অগ্রগতি করেছি’। ২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের সাইডলাইনে তারা মিলিত হওয়ার পর এটাই প্রথম ব্যক্তিগত শীর্ষ সম্মেলন।
বাইডেন এর আগে জুন মাসে ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক তহবিল সংগ্রহের সময় ৭০ বছর বয়সী জিনপিংকে স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছিলেন। সেই সময়ে তিনি তার আগের ফেব্রুয়ারিতে আমেরিকান আকাশসীমায় একটি চিনা গুপ্তচর বেলুনকে মার্কিন ফাইটার জেটদের গুলি করে নামানোর বিষয়ে আলোচনা করছিলেন।
বাইডেনের সর্বশেষ এই মন্তব্য চিন সরকারের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর ক্যালিফোর্নিয়ায় জুনের একটি তহবিল সংগ্রহের সময় বাইডেন শেষবার শি-কে স্বৈরশাসক বলেছিলেন। চিনা আধিকারিকরা এই মন্তব্যটিকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছিলেন।
বাইডেনের এই মন্তব্যটি সভা থেকে উঠে আসা ইতিবাচক বিষয়গুলিকে লাইনচ্যুত করতে পারে বলেও মনে করা হচ্ছে। এই ইতিবাচক বিষয়েগুলিকে বাইডেন সাংবাদিক সম্মেলনের আগে, ‘আমাদের সবচেয়ে গঠনমূলক এবং ফলপ্রসূ আলোচনা’ হিসাবে বর্ণনা করেছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)