নিজস্ব প্রতিবেদন: নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডিজিট্যাল স্ট্রাটেজিক টিমের সিনিয়র সদস্য হিসেবে বেছে নেওয়া হল কাশ্মীরি বংশোদ্ভূত আয়শা শাহকে।  হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্রেটেজির পার্টনারশিপ ম্যানেজার হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এতদিন তিনি জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রচার সামলেছেন।  তাঁর কাজ হবে হোয়াইট হাউসের কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বর্ষবরণের উৎসবে রাশ টানল আদালত, ভিড় নিয়ন্ত্রণে রাজ্যকে কড়া নির্দেশ High Court-র


এর আগে আইশা শাহ ছিলেন জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টের কর্পোরেট ফান্ডের দায়িত্বে। হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্রাটেজিক টিম সম্পর্কে বাইডেন বলেন, 'এই টিমের বিশেষজ্ঞদের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। এই টিমের কাজ হবে হোয়াইট হাউসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আম জনতার বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন করা। ওইসব বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষজনকে পেয়ে আমি উদ্বুদ্ধ।'


আরও পড়ুন-রাজীব গান্ধী আমায় দেখিয়ে বলেছিলেন ওঁর মতো আইকন হও: Mamata


নতুন এই টিম নিয়ে আশাবাদী উপ রাষ্ট্রপতি নির্বাচিত কমলা হ্যারিসও। সংবাদমাধ্যমে তিনি বলেন, 'করোনা অতিমারীর সময়ে মানুষের সঙ্গে ডিজিটালি যোগাযোগের প্রয়োজনীয়তা বেড়েছে। সাধারণ মার্কিনিদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য আমরা ওই ডিজিটাল টিম তৈরি করেছি।'