জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকে আনমোলের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর অ্যাকশনে নেমে পড়ে মুম্বই পুলিস। সে কারণে লরেন্সের ছোট ভাইকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আগেই আবেদন জানানো হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সোমবার সকালে ক্যালিফোর্নিয়ায় আনমোলকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বছর ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিল সে। আনমোলের ওপর সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানো এবং ২০২২ সালে পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা সহ আরও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এমনকি চলতি বছরের ১৪ এপ্রিল সলমানের বান্দ্রার বাড়িতে গুলি চালানোর ঘটনাতেও সে অভিযুক্ত। বিদেশে বসেই সব হামলার পরিকল্পনা করেছিলেন আনমোল। তীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম রয়েছে আনমোলের।  ভারতে আনমোলের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করা রয়েছে। সম্প্রতি, এনআইএ ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারও ঘোষণা করেছিল।


আরও পড়ুন:Bangladesh: সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা! বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে এপারের এক বাংলা টিভি চ্যানেল?


২০১৮ সাল থেকে গুজরাতের সবরমতী জেলে বন্দী লরেন্স। তার হয়ে সমস্ত কুকর্ম করে গিয়েছেন আনমোল। ইতোমধ্যেই জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আনমোলকে কানাডার হাতে তুলে দেওয়া হতে পারে। ওই দেশে হরদীপ সিং নিজ্জর খুনের সঙ্গে আনমোলের জড়িত থাকা অভিযোগ রয়েছে। কানাডার থেকে পরে আনমোলকে ভারত নিজের হাতে পেতে পারে বলে মনে করা হচ্ছে।


সম্প্রতি বাবা সিদ্দিকিকে খুনের ঘটনার তদন্তে উঠে আসে আনমোলের নাম। তদন্তকারীদের দাবি, ওই ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গে বিদেশ থেকে নিয়মিত যোগাযোগ রাখতেন আনমোল।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)