ওয়েব ডেস্ক: বড়দিনের মুখে বার্লিনে রক্তস্নান। ফিরল ফ্রান্সের নিস হামলার স্মৃতি। গত পনেরোই জুলাই বাস্তিল দিবসে ফ্রান্সের নিসে শহরে ভিড় করেছিলেন অনেকে। আচমকা দুরন্ত গতিতে ঢুকে পড়ে একটি ট্রাক। ট্রাক চালকের তাণ্ডবে প্রাণ হারান চুরাশি জন। ঘটনার পর ট্রাকের তাণ্ডবে  ভিড়ের মধ্যে দিয়েই  ভিড়ের মধ্যে আছড়ে পড়েছিল দুরন্ত গতির ট্রাক। প্রাণ হারিয়েছিলেন চুরাশি জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আততায়ীর গুলিতে মৃত্যু হল তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কারলভের


ওই ঘটনার পর ঘাতক ট্রাকচালককে বাহবা দিয়েছিল আইসিস। বার্লিনের সিটি স্কোয়্যারের ঘটনাতেও অনেকে নিসের ছায়া দেখছেন। বারোজনের মৃত্যুর পর প্রশ্ন উঠছে, এর পিছনেও কী জড়িয়ে সন্ত্রাস?


আরও পড়ুন  বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার