ওয়েব ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। আজ ভোররাতে সে দেশের পশ্চিমপ্রান্তের প্রদেশে ভূমিকম্পের জেরে আহত হয়েছেন অন্তত ৩৯ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি, হোটেল, হাসপাতালও।  ভোরের ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৬.৬। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোরোং থেকে ২৮ কিলোমিটার দূরে পশ্চিম পাপুয়া প্রদেশ এই ভূমিকম্পের উপকেন্দ্র। 


আতঙ্কে শয়ে শয়ে মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। ২৬০টিরও বেশি বাড়ি ভেঙে পড়েছে। সোরোংয়ের এই অঞ্চলটি জনপ্রিয় টুরিস্টস্পট। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু হোটেলও। 


ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ দেশ। প্রশান্তমহাসাগরীয় অগ্নি বলয়ের মধ্যে এই দেশটির অবস্থান। অবে এই মুহূর্তে সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার মেটেরোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি।