নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গোটা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন (Malaysian Prime Minister Muhyiddin Yassin) এ ঘোষণা করেন। আগামী মঙ্গলবার থেকে এই লকডাউন কার্যকর হবে। চলবে ১৪ জুন পর্যন্ত।  Muhyiddin Yassin বলেছেন, শুধু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম (economic sectors) চলবে, চালু থাকবে গুরুত্বপূর্ণ পরিষেবাও (essential services)।


আরও পড়ুন: Indian Coast Guard-এর চেষ্টায় নিয়ন্ত্রণে কলম্বোগামী জাহাজের আগুন, ছড়ায়নি তেল


মালয়েশিয়ায় এই নিয়ে চার দিন ধরে COVID-19 সংক্রমণের রেকর্ড হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২ হাজার ৫০০ জনের বেশি। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজারের বেশি। শুধু শুক্রবারেই মারা গিয়েছেন ৬১ জন। 


এর আগের ঢেউয়ে মালয়েশিয়ায় সর্বোচ্চ সংক্রমণ দেখা গিয়েছিল গত জানুয়ারির শেষ দিকে। এরপর দেশটিতে সংক্রমণ কমে আসে। আবারও সংক্রমণ বাড়তে-বাড়তে মে মাসের শেষ দিকে এসে সর্বোচ্চ পৌঁছল।


দেশের তরফে বলা হয়েছে, নতুন যে ভেরিয়্যান্টগুলি (more infectious variants) ছড়িয়ে পড়ছে, সেগুলির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বেশি। তাই এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন: কানাডার এক বোর্ডিং স্কুল থেকে মিলল ২১৫টি শিশুর দেহাবশেষ!