একসঙ্গে ৯ সন্তান প্রসব! সুস্থ মা ও শিশুরা
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, তিনি ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।
নিজস্ব প্রতিবেদন: একসঙ্গে ৯টি সন্তান প্রসব করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে আফ্রিকার মালিতে।
অতিমারী-বিধ্বস্ত (covid) পৃথিবীতে খুবই উদ্দীপনামূলক এই খবর। শোনা যাচ্ছে, প্রসূতিকে ঘিরে এমন ঘটনা চিকিৎসকদের চিন্তারও বাইরে ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, তিনি ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।
মালির বাসিন্দা ২৫ বছরের (Malian woman) হালিমা সিসে (Halima Cisse) মঙ্গলবার একসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়েছেন। সেই দেশের স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি (Health Minister Fanta Siby) জানিয়েছেন, ৫ কন্যা এবং ৪ পুত্রের জন্ম দিয়েছেন হালিমা। মা এবং তাঁর সন্তানরা সুস্থ রয়েছেন।
আরও পড়ুন: এই প্রথম প্রকাশ্যে এল Covid-19 ভাইরাসের মিউটেশনের Molecular Image, দিশা মিলছে সংক্রমণের
হালিমার গর্ভাবস্থা নিয়ে কয়েক মাস ধরেই জোর চর্চা চলছিল। গর্ভবতী হওয়ার পরে হালিমা যখন চিকিৎসকের পরামর্শ নিতে যান তখন পরীক্ষায় ৭ সন্তানের অস্তিত্বই ধরা পড়ে। সেটাও বেশ বিরল গোত্রের। ফলে তখনই তাঁকে মরক্কোয় চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেও আল্ট্রাসাউন্ডে ৭ শিশুর অস্তিত্বই ধরা পড়েছিল। কিন্তু তারপর এই নয় সন্তান প্রসবের ঘটনায় সকলেই বিস্মিত ও খুশি।
মরক্কোর Health Ministry-র Spokesman Rachid Koudhari জানান, কোনও দেশের কোনও হাসপাতালে এক সঙ্গে এতগুলি সন্তান জন্মের ঘটনা এতদিন পর্যন্ত ঘটেছে বলে তাঁর জানা নেই!
আরও পড়ুন: বিজ্ঞানীরা অবাক! শুষে নেওয়ার বদলে আমাজন নাকি বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়াচ্ছে