1/7
2/7
এই কারণে পরিবেশবিদরা ব্রাজিলের আমাজন (The Brazilian Amazon) অরণ্য নিয়ে খুবই নিশ্চিন্ত বোধ করেন। তাঁদের ধারণা ছিল, বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় অরণ্য পরিবেশের (atmosphere) বাড়তি কার্ব-ডাই-অক্সাইডের (CO2)শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষা তাঁদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। দেখা গিয়েছে, দু'দশক ধরে আমাজন অরণ্য যতটা না কার্বন ডাই অক্সাইড শোষণ করেছে, নিঃসরণ করেছে তার চেয়ে অন্তত ২০ শতাংশ বেশি!
photos
TRENDING NOW
3/7
ওকলাহামা ইউনিভার্সিটির স্যাটেলাইট থেকে প্রাপ্ত এই তথ্য চমকে দিয়েছে একদল ফরাসি বিজ্ঞানীকে। গবেষক দলের মুখপাত্র, ন্যাশনাল ইন্সটিটিউট ফর আর্গোনমিক রিসার্চের অধ্যাপক জঁ পিয়ের উইনেরন এই প্রসঙ্গে একটা পরিসংখ্যান পেশ করেছেন। যা সম্প্রতি প্রকাশিত হয়েছে নেচার ক্লাইমেট চেঞ্জ (Nature Climate Change) জার্নালে। সেখানে তিনি বলছেন, গত দুই দশকে, বিশেষ ভাবে ২০১০-২০১৯ সাল পর্বে আমাজন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করেছে ১৬.৬ বিলিয়ন টন। সেই তুলনায় কার্বন ডাই অক্সাইড শোষণ করে উঠতে পেরেছে মাত্র ১৩.৯ বিলিয়ন টন!
4/7
5/7
6/7
photos