Lottery: দোকানদারের ছোট্ট একটা ভুল, তাতেই ৬ কোটি পেলেন ক্রেতা
ভাগ্যবান!
নিজস্ব প্রতিবেদন: লটারি কেটে ৬ কোটি টাকা জিতলেন এক ব্যক্তি। তবে, তাঁর এই জয়ের কৃতিত্ব একমাত্র লটারি বিক্রেতাকেই দিচ্ছেন তিনি। কেন? জানলে চমকে যাবেন।
ওই ভাগ্যবান ব্যক্তির নাম জোশ বুস্টার। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। তিনি জানান, গত শুক্রবার মেগা মিলিয়ন ড্র উপলক্ষে লটারি কাটেন। লটারি বিক্রেতার কাছে পাঁচটি সংখ্যার একটা টিকিট চেয়েছিলেন তিনি। কিন্তু দোকানদার ভুলবশত একটিমাত্র সংখ্যা ছাপিয়ে তাঁকে প্রথম টিকিটটি দেন। এরপর আরও একটি ৪ সংখ্যা প্রিন্টেড টিকিট দেন। জোশ মনে করেন, দোকানদারের ওই ভুলের জন্যই আজ ৬ কোটি টাকা জিতেছেন তিনি।
তাঁর মতে, "যদি দোকানদার পাঁচটা সংখ্যাই একটা টিকিটে প্রিন্ট করে দিতেন, তবে কোনও দিন এক বড় মূল্য আমি জিততাম না।"
Sperm Donor: ৪৬টি সন্তানের বাবা, অন্তঃসত্ত্বা আরও ৯ মহিলা; বাস্তবের এই 'ভিকি ডোনার'কে চেনেন?