নিজস্ব প্রতিবেদন: লটারি কেটে ৬ কোটি টাকা জিতলেন এক ব্যক্তি। তবে, তাঁর এই জয়ের কৃতিত্ব একমাত্র লটারি বিক্রেতাকেই দিচ্ছেন তিনি। কেন? জানলে চমকে যাবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই ভাগ্যবান ব্যক্তির নাম জোশ বুস্টার। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। তিনি জানান, গত শুক্রবার মেগা মিলিয়ন ড্র উপলক্ষে লটারি কাটেন। লটারি বিক্রেতার কাছে পাঁচটি সংখ্যার একটা টিকিট চেয়েছিলেন তিনি। কিন্তু দোকানদার ভুলবশত একটিমাত্র সংখ্যা ছাপিয়ে তাঁকে প্রথম টিকিটটি দেন। এরপর আরও একটি ৪ সংখ্যা প্রিন্টেড টিকিট দেন। জোশ মনে করেন, দোকানদারের ওই ভুলের জন্যই আজ ৬ কোটি টাকা জিতেছেন তিনি।


তাঁর মতে, "যদি দোকানদার পাঁচটা সংখ্যাই একটা টিকিটে প্রিন্ট করে দিতেন, তবে কোনও দিন এক বড় মূল্য আমি জিততাম না।"


Bangladesh Kabiraj Rape: অসহায় মহিলাদের সঙ্গে বারবার 'শারীরিক সম্পর্ক', ‘বোতলে জিন ভরা করিরাজ'-এর পর্দা ফাঁস!


Sperm Donor: ৪৬টি সন্তানের বাবা, অন্তঃসত্ত্বা আরও ৯ মহিলা; বাস্তবের এই 'ভিকি ডোনার'কে চেনেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)