ওয়েব ডেস্ক: এমন বিয়ের কথা শোনা যায় না। এবার সেই রোমাঞ্চকরবিয়েটাই হল আকাশে। ভিয়েনা থেকে বিমানে করে ছুটি কাটাতে এথেন্স যাচ্ছিলেন নাথালি ইচি। বিমান যখন গ্রিস আর ভিয়েনার মাঝ আকাশে তখন হঠাত্ করে বিমানের একদল ক্রু তাঁকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, তোমাকে বিয়ে করতে চাই।  এমন কাণ্ডকে প্রথমে মজা ভেবে উড়িয়ে দিয়েছিলেন নাথালি। কিছুক্ষণ পর যখন তাঁদের পিছনে লুকিয়ে থাকা নাথালির বয়ফ্রেন্ড জার্গেন বগনার বেরিয়ে এলেন ভুল ভেঙ্গে যায় তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বলিউড তারকাদের মধ্যে এ বছরে সবথেকে বেশি আয়কর দিয়েছেন কে জানেন?


বয়ফ্রেন্ডকে দেখে খুশিতে কেঁদে ফেলেন নাথালি। হাঁটু গেড়ে বসে নাথালিকে বিয়ের প্রস্তাব দেন জার্গেন, তুমি কি আমাকে বিয়ে করবে? বিমানের মধ্যেই! এরপরই এক এক করে বিয়ের পোশাক, আংটি সবই হাজির হলো বিমানেই। লুকিয়ে থাকা বর-কনের দুই পক্ষের একাধিক আত্মীয়ও সামনে চলে এলেন! ধর্মীয় নিয়ম অনুযায়ী বেহালার সুর বাজিয়ে বিমানেই হলো বিয়ের অনুষ্ঠান!


আরও পড়ুন  পিতৃহারা হলেন রুদ্রনীল ঘোষ