নিজস্ব প্রতিবেদন: জইশ প্রধান মাসুদ আজহার বেপাত্তা বলে দাবি করেছে পাকিস্তান। প্যারিসে সন্ত্রাসবাদের ওপরে আন্তর্জাতিক নজরদারি সংস্থা FATF এর সম্মেলনের আগে মাসুদ আজহারকে নিখোঁজ বলে ঘোষণা করেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় গোয়েন্দাসূত্রে বলা হচ্ছে একেবারেই ভিন্ন কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কলেজে ভর্তির নামে ফের আর্থিক প্রতারণা, অভিযুক্ত TMCP 


গোয়েন্দাদের দাবি,বাহাওয়ালপুরে বোমা ও বুলেটপ্রুফ বাড়িতে রাখা হয়েছে মাসুদ আজহারকে। তার দেখভাল করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। জইশের বর্তমান সদর দফতর সেখানেই।


উল্লেখ্য, সোমবার প্যারিসে শুরু হচ্ছে FATF-এর সম্মেলন। পাকিস্তানের দাবি, যেহেতু আজহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তার বিরুদ্ধে কোনও এফআইআর-ও করা যায়নি।


আরও পড়ুন-কৃষি ঋণ শোধ হয়নি বাবার, মেয়েকে যুবশ্রীর টাকা দিল না ব্যাঙ্ক


পুলওয়ামা হামলার পেছনে মূল চক্রী বলে মনে করা হয় মাসুদ আজহারকে। তার বেপাত্ত হয়ে যাওয়ার খবরটি প্রথম জনসমক্ষে আনেন পাকিস্তানের এমকিউএম নেতা আলতাফ হুসেন। প্রতিবছর FATF এর বৈঠকের আগগেই রুটিন করে নিখোঁজ হয়ে য়ায় মাসুদ আজাহার। এবারও সেটাই হয়েছে।