কৃষি ঋণ শোধ হয়নি বাবার, মেয়েকে যুবশ্রীর টাকা দিল না ব্যাঙ্ক

ব্যাঙ্ক কর্তৃপক্ষ তরুণীকে রূপশ্রী প্রকল্পের টাকা দিতে অস্বীকার করায় নড়েচড়ে বসেছে প্রশাসনও । যদিও, এরপরেই ভোল বদলাতে বাধ্য হল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

Updated By: Feb 18, 2020, 08:57 AM IST
কৃষি ঋণ শোধ হয়নি বাবার, মেয়েকে যুবশ্রীর টাকা দিল না ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন: কৃষি ঋন শোধ করতে পারেননি বাবা, তাই মেয়েকে রূপশ্রী প্রকল্পের টাকা দিল না ব্যাঙ্ক। অভিযোগ উঠেছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের  কালাড়া গ্রামে। সুবিচার চেয়ে বিডিওর  দ্বারস্থ হয়েছেন সদ্য বিবাহিতা শিউলি মালিক। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তরুণীকে রূপশ্রী প্রকল্পের টাকা দিতে অস্বীকার করায় নড়েচড়ে বসেছে প্রশাসনও । যদিও, এরপরেই ভোল বদলাতে বাধ্য হল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

আরও পড়ুন:রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখলেই সাহায্য, নির্দেশ পরিবহনমন্ত্রীর

সরকারি সব নিয়ম মেনেই রূপশ্রীর জন্য আবেদন করেন অসুস্থ দিলীপ মালিক। অভিযোগ, গত বারই ফেব্রুয়ারি ব্যাঙ্কে মেয়ের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। কিন্তু আগের কৃষিঋণের পয়ত্রিশ হাজার টাকা বকেয়া থাকায় মেয়েকে সেই টাকা না দিয়ে ফিরিয়ে দেয় ব্যাঙ্ক। এরপরই প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। টাকা দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাঙ্ক। 

.