কলেজে ভর্তির নামে ফের আর্থিক প্রতারণা, অভিযুক্ত TMCP
অভিযোগকারীরা জানিয়েছেন অভিযুক্তদের মধ্যে রয়েছেন টিএমসিপির প্রাক্তন জিএস।
নিজস্ব প্রতিবেদন: কলেজে ভর্তির নামে ফের আর্থিক প্রতারণার অভিযোগ । কেশপুর কলেজে ভর্তির নাম করে টিএমসিপি-র কয়েকজনের বিরুদ্ধে পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগকারীরা জানিয়েছেন অভিযুক্তদের মধ্যে রয়েছেন টিএমসিপির প্রাক্তন জিএস।
আরও পড়ুন: কৃষি ঋণ শোধ হয়নি বাবার, মেয়েকে যুবশ্রীর টাকা দিল না ব্যাঙ্ক
পড়ুয়াদের অভিযোগ, ফার্স্ট সেমিস্টার চলাকালীন কলেজের তরফ থেকে জানানো হয় যে আগে যে মাধ্যমে ভর্তি নেওয়া হয়েছে তা অবৈধ। টাকা দিয়ে ভর্তি হয়েও পরীক্ষা দিতে না পারার জন্য লিখিত অভিযোগ জানিয়েছেন ৬২ জন পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পড়ুয়ারা। পাশাপাশি ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন প্রতারিতরা। অভিযোগ নিয়ে মুখে কুলুপ টিএমসিপি ছাত্র সংসদের।