নিজস্ব প্রতিবেদন: সমুদ্রে কি জ্বলছে দৈত্যের চোখ? স্তম্ভিত বিস্মিত বিশ্ববাসী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেক্সিকোর (Mexico) ইয়ুকাটানে (Yucatan) সমুদ্রবক্ষে দাউদাউ জ্বলছে আগুন। জলেই আগুন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নীল সমুদ্রের মাঝো লাল চোখ। আগুন প্রায় ৫ ঘণ্টা পর নেভে। কী করে সমুদ্রজলে লাগল আগুন? Mexican state oil company পেমেক্সের (Pemex) সূত্রে জানা গিয়েছে, সমুদ্রের নীচ দিয়ে যাওয়া পাইপের গ্যাস বেরিয়েই এই বিপত্তি।


আরও পড়ুন:  অবশেষে জঙ্গলে ফিরল হাতির দল, স্বস্তিতে বনকর্মী থেকে এলাকাবাসী


জানা গিয়েছে, Ku Maloob Zaap oil development-এর প্রজেক্টের পাইপলাইন গিয়েছে জলের নীচ দিয়ে। সেই পাইপলাইনেই লিক হয়ে গ্যাস বেরিয়ে যায়। সংস্থার সূত্রে জানা গিয়েছে, ঘটনায় কোনও হতাহত হয়নি। ভোর ৫টা ১৫ নাগাদ গ্যাস লিক শুরু হয়। সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয় সাড়ে ১০টা নাগাদ।


মেক্সিকোর তেল নিয়ন্ত্রক সংস্থা এএসইএ প্রধান অ্যাঞ্জেল ক্যারিজেলস এ বিষয়ে একটি টুইট করেছেন। তবে 'eye of fire' নিয়ে কিছু বলা হয়নি।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: বাড়ি‌-জমির একাংশ নদীগর্ভে, উঠল করলায় বাঁধনির্মাণের দাবি