Mexico-র ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল Rail Overpass; মৃত্যু ২০

দুটো ট্রেন ভয়ঙ্কর ভাবে উঁচু থেকে ঝুলছে!

Updated By: May 4, 2021, 01:42 PM IST
Mexico-র ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল Rail Overpass; মৃত্যু ২০

নিজস্ব প্রতিবেদন: রাস্তা দিয়ে ছুটছে অসংখ্য গাড়ি। এমন সময়ে মাথার উপরে ভেঙে পড়ল মেট্রোর ওভারপাস! যা থেকে ঝুলছে ট্রেন! মারা গেলেন ২০ জন, আহত প্রায় ৭০ জন। 

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মেক্সিকোয় (Mexico)। ৫০ জনকে হাসপাতালে  ভর্তি করা গিয়েছে। এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। তবে তা সাময়িক বন্ধ রাখা হয়। সাবধানে কাজ করা না হলে metro-র আরও অন্য ওভারপাস ভেঙে পড়তে পারে, ভেঙে পড়তে পারে ট্রেনও--- তাই কাজ স্থগিত।

আরও পড়ুন: ৩২ বছরের দ্বীপ-নির্বাসন থেকে 'রবিনসন' আবার কেন ফ্ল্যাটে?

ঘটনার একটি video লোক্যাল টিভি চ্যানেলে দেখানো হয়। রাত সাড়ে দশটার সময়ে ঘটনাটি ঘটে। তখন চারিদিকে ধুলোর মেঘ। ভেঙে পড়ার শব্দ। ছবিতে দেখা গিয়েছে দুটো ট্রেন ভয়ঙ্কর ভাবে উঁচু থেকে ঝুলছে। প্রাথমিক ভবে মই ব্যববহার করা হচ্ছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় এখন ক্রেন আনা হচ্ছে। 

Mexico-র Mayor Claudia Sheinbaum জানান, উদ্ধারকাজ সাময়িক থমকে। কেননা ট্রেনগুলির অবস্থা ভাল নয়। যাতে উদ্ধারকাজ  দ্রুত শুরু করা যাায় তাই একটা ক্রেন  ঘটনাস্থলে আনা হচ্ছে। মেয়র  আরও জানান, সাতজনের অবস্থা ভাল নয়। তাঁদের অপাারেশন করতে হবে।

আরও পড়ুন: মাটির নীচ থেকে দুধের বোতল টেনে তুলতেই বেরোল ধোঁয়া!

.