১৯ জনকে কুপিয়ে, থেঁতলে খুন করার অভিযোগ দরগার কেয়ারটেকারের বিরুদ্ধে
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে নারকীয় ঘটনা। কমপক্ষে ১৯ জনকে কুপিয়ে, থেঁতলে খুন করার অভিযোগ উঠল একটি দরগার কেয়ারটেকারের বিরুদ্ধে। নিহতদের মধ্যে একই পরিবারের ছ`জন রয়েছেন। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিস।
ওয়েব ডেস্ক : পাকিস্তানের পঞ্জাব প্রদেশে নারকীয় ঘটনা। কমপক্ষে ১৯ জনকে কুপিয়ে, থেঁতলে খুন করার অভিযোগ উঠল একটি দরগার কেয়ারটেকারের বিরুদ্ধে। নিহতদের মধ্যে একই পরিবারের ছ'জন রয়েছেন। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিস।
আরও পড়ুন- দক্ষিণ কলম্বিয়ায় ভয়াবহ ধস, মৃত বহু
গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটে লাহোর থেকে দুশ কিলোমিটার দূরে সারগোধা জেলায়। জিজ্ঞাসাবাদের জন্য ওই দরগার কেয়ারটেকার সহ পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। অন্য একটি সূত্রের দাবি, দরগার দখল নিয়ে দু'দল কেয়ারটেকারের ঝামেলাতেই এই ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।