দক্ষিণ কলম্বিয়ায় ভয়াবহ ধস, মৃত বহু

ভয়াবহ ধসের কবলে দক্ষিণ কলম্বিয়া। মৃতের সংখ্যা এখনই ২০০ ছাড়িয়েছে। কয়েকশ মানুষ এখনও চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে। অন্তত ২০০ পরিবারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Updated By: Apr 2, 2017, 09:08 AM IST
দক্ষিণ কলম্বিয়ায় ভয়াবহ ধস, মৃত বহু

ওয়েব ডেস্ক : ভয়াবহ ধসের কবলে দক্ষিণ কলম্বিয়া। মৃতের সংখ্যা এখনই ২০০ ছাড়িয়েছে। কয়েকশ মানুষ এখনও চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে। অন্তত ২০০ পরিবারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বেশ কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টি চলছে দক্ষিণ কলম্বিয়ার বিস্তীর্ণ অংশে। ফলে অনেক জায়গাতেই মাটি নরম হয়ে গেছে। শুক্রবার রাতে যখন সবাই ঘুমোচ্ছেন, তখনই ধস নেমে আসে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোকোয়া শহর। শহর সংলগ্ন নদীগুলিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। আর সেটাই আরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন ও উদ্ধারকারী দলের কাছে।

আরও পড়ুন, অরুণাচলে দলাই লামার সফর; ভারতকে ফের হুমকি দিল চিন!

.