ওয়েব ডেস্ক:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) আরও একটা এক্সপেরিমেন্ট। মহাশূন্যে ভেসেছেন কত নভোশ্চর। কত কিছুই না আবিষ্কৃত হয়েছে। মহাবিশ্বকে জানার নিরন্তর চেষ্টার অন্ত নেই। এমনই আরেক চেষ্টায় উড়ে যাচ্ছে আরও একটি মহাকাশযান। স্পেসএক্স ড্রাগন মহাকাশযান। আজই উড়ে যাচ্ছে। গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। স্পেসএক্স ড্রাগনের পেটে ভরা থাকছে মালবাহী আরও একটি যান। মহাকাশে বাসস্থান স্থাপনের কতই না চেষ্টা। পরীক্ষানিরীক্ষায় তেমনই একটি অস্থায়ী আবাস নিয়ে উড়ে যাচ্ছে স্পেসএক্স ড্রাগন।


২) সরকারিভাবে বসন্ত এসে গেছে। কিন্তু শীতের কামড় কমছে না। তুষারঝড়ও কিছুতেই পিছু ছাড়ছে না আমেরিকার। মিশিগানের আপার পেনিনসুলায় ফের আছড়ে পড়ল ঝড়। একফুটেরও বেশি বরফ জমেছে। মারকুইট কাউন্টির বাসিন্দাদের বরফ ঠেলেই সারতে হচ্ছে কাজকর্ম। জাতীয় আবহাওয়া পরিষেবার খবর, আরও তুষারঝড় আসছে।
 
৩) বোঝো কাণ্ড! শেক্সপিয়রের নাটকের খেরোর খাতার এমন অবহেলা! স্কটল্যান্ডের কাছে উদ্ধার হল কিংবদন্তি সাহিত্যিকের নাটকের প্রথম সংস্করণ। বয়স আন্দাজ করতে পারেন? চারশো বছর। কে যে কখন স্কটল্যান্ডে নিয়ে গেছে কে জানে! নাকি নাট্যকারেরই মতিভ্রম।