Mumbai Terror Attack: মুম্বই হামলার বর্ষপূর্তি, নিউ ইয়র্কে পাক হাই কমিশনের সামনে তুমুল বিক্ষোভ ভারতীয়দের
লন্ডনেও পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখালেন ভারতীয় বংশোদ্ভূতরা। ওই বিক্ষোভ সমাবেশে যোগ দেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ওই সমাবেশে স্লোগান ওঠে `পাকিস্তান ডুব মরো`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৮ সালের মুম্বই হামলার স্মৃতি এখনও দগদগে ভারতীয়দের মনে। গতকাল ছিল মুম্বই হামলার ১৪তম বছর। ওই দিনটিকে স্মরণ করে নিউ ইয়র্কে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন প্রবাসী ভারতীয়রা। একইভাবে এরকম প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হল হিউসটন, শিকাগো ও নিউ জার্সির পাক কমিউনিটি সেন্টারের সামনে। বিক্ষোভ হল লন্ডনেও।
আরও পড়ুন-'বুধবার আমাদের ফাইনাল'! ইন্দ্রজাল বিস্তার করে হুঙ্কার জাদুকর লিওর
প্রায় দেড় দশক আগে পাকিস্তান থেকে জলপথে ঢুকে মুম্বইয়ের একাধিক জাগায় হামলায় চালায় পাক জঙ্গিরা। পকিস্তানে বসে ওই হামলার দেখভাল করেছিল লস্কর প্রধান হাফিজ সইদ-সহ তার দলবল। সিএসটি, তাজ হোটেল, কামা হাসপাতাল সহ একাধিক জায়গায় ওই হামলা মৃত্যু হয় ১৬০ জনের। পুলিস একে একে তাদের সবাইকে নিকেশ করলেও জীবন্ত ধরা পড়ে যায় জঙ্গি আজমল কাসভ। ওই ঘটনার পর হাফিজ সইদকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জঙ্গির তকমা দিলেও এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে সইদ।
পাকিস্তান যে মুম্বই হামলার চক্রীদের আশ্রয় দিচ্ছে তার উঠে এসেছে সিন্ধ ফ্রিডম মুভমেন্টের প্রধান জাফর সাহিতোর কথায়। সংবাদমাধ্য়মে তিনি বলেন, হাফিজ সইদের মতো জঙ্গি নেতারকে নিরাপত্তা দিয়ে আগলে রেখেছে পাক সরকার। পাকিস্তানে জঙ্গিদের একটা আলাদা মর্যাদা দিয়ে রেখেছে ইসলামাবাদ।
লন্ডনেও পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখালেন ভারতীয় বংশোদ্ভূতরা। ওই বিক্ষোভ সমাবেশে যোগ দেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ওই সমাবেশে স্লোগান ওঠে 'পাকিস্তান ডুব মরো', 'পাকিস্তান শরম করো'।