নিজস্ব প্রতিবেদন: আস্ত একটা পার্ককে গ্রাস করেছে আগুন। আগুন এগিয়ে চলেছে ঠিক যেমন পেট্রোলে আগুন লেগেছে মাটিতে। অথচ বাগানের গাছ বা ঘাস পুড়ছে না। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুসকিল। এরকমই এক রহস্যময় আগুনের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনাকে জয়! হাসপাতালেই মোমবাতিতে ফুঁ, চকলেট কেক কেটে জন্মদিন পালন ৬০ বছরের মায়ের! 


দাবি করা হচ্ছে, এরকম একটি ঘটনা ঘটেছে স্পেনের কালাহোরা পার্কে। প্রথমে ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করা হয় ক্লাব ডি কালাহোরা নামে একটি অ্যাকাউন্টে। তারপর সেটি ছড়িয়ে পড়ে।



ভিডিয়োটি একপলকে দেখলে মনে হয় সমুদ্রের ঢেউ মাটিতে দাপিয়ে এগিয়ে চলেছে। আর তাতে লেগেছে আগুন। গাছের নীচে দিয়ে, ঘাসের ওপর দিয়ে, পার্কের বেঞ্চের তলা দিয়ে গড়িয়ে চলেছে সেই আগুন। কিন্তু কোনও কিছুই পুড়ছে না।


আরও পড়ুন-মেয়াদ শেষ শিলিগুড়ি পুরনিগমের, প্রশাসক হতে চলেছেন অশোক ভট্টাচার্যই


ভিডিয়োটি দেখে অনেকেই বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, আশ্চর্য দৃশ্য। তবে কেউ কেউ লিখেছেন এটি বানানো। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেই দেখুন ভিডিয়োটি।