ওয়েব ডেস্ক: ভূত নিয়ে ভিডিও কম নেই। কেউ বলে এই দেখ ভিডিওটা ওখানেই আছে ভূত। সেইরকম এক প্রকৃতির ভিডিও এটা। তবে এই ভিডিওটা আরও জোরালো প্রমাণ দিচ্ছে বলে ভাইরাল হয়েছে খুব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওটিতে দেখা যাচ্ছে জর্জিয়ার এক শপিং মলে কালো পোশাক পরা এক ব্যক্তি আয়নার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পাশে স্বল্প পোশাক পরিহিত এক মেয়ে মোবাইলে মগ্ন। কিন্তু অবাক করা বিষয় হল সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওঠা ওই ভিডিওটিতে আয়নায় সেই মেয়েটির ছবি স্পষ্ট দেখা গেলেও কালো পোশাক পরা লোকটির কোনও প্রতিফলন পরেনি। হ্যাঁ, বিশ্বাস না হলে ছবিটা নয় ভিডিওটা দেখুন।



তবে যুক্তিবাদীর বলছেন, হয় ভিডিওটায় কোনওভাবে ছায়াটাকে মুছে ফেলা হয়েছে। বা কোনও কারণে আয়নার ঐ অংশটা আসেনি। তবে ওসব তো যুক্তির কথা। ভূত আছে ভাবতেও ভাল লাগে। তা না হলে ভূতের সিনেমা, গল্প কি জমে? বিশ্বাস করতে ক্ষতি কী তেনারা আছেন।