নিজস্ব প্রতিবেদন: বিজ্ঞানের এই রমরমার যুগে এখনও আর অজ্ঞাত বস্তু কেন? কেন তারা আনআইডেন্টিফায়েড থাকবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমনই ভাবনা নাসা প্রধানের। NASA chief Bill Nelson বলেছেন, দায়িত্ব নেওয়ার পরই আমি বিজ্ঞানীদের বলেছি, উড়ন্ত চাকি কী জিনিস তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মারফত বোঝার চেষ্টা করা হোক। নামা হোক বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে। UFO নিয়ে ধোঁয়াশা কাটুক।


আকাশে যাদের হঠাৎ হঠাৎ দেখা মেলে বলে দু'দশক ধরে পৃথিবীর নানা প্রান্তে শোনা যাচ্ছিল সেই বস্তুগুলিকে বলে UFO বা Unidentified Object। বাংলায় আমরা নাম দিয়েছি উড়ন্ত চাকি। এবার NASA-ও সেগুলি আদতে কী জিনিস, তার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে নামতে চলেছে।


আরও পড়ুন: UN Public Service Day 2021: করোনা-পর্বে দিনটি যেন আরও বেশি তাত্‍পর্যময়


গত দু'দশক ধরেই U.S. Navy pilots  বিভিন্ন সময়ে আকাশে নানা ধরনের উড়ন্ত চাকি দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। তাঁরা সেগুলির ছবিও তুলেছেন বলে জানিয়েছেন। ২০১৭ সালেই এ  নিয়ে দারুণ সাড়া পড়ে গিয়েছিল। যদিও বিজ্ঞানীমহলের একাংশ সেই দাবিকে এতদিন তেমন গুরুত্ব দিতে রাজি হননি। নাসা-ও কোনও তদন্তে নামেনি। কিন্তু বিল নেলসনের এই নির্দেশের পরে নিশ্চয়ই পরিস্থিতির বদল ঘটবে। 


NASA প্রধান বলেছেন, আমরা সকলেই বাস্তবটা জানতে চাই। এ ব্যাপারে সন্দেহ, সংশয়, রটনা দূর হোক।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: মহাকাশের এক অসাধারণ পর্যটক 2014 UN271; ছুঁয়ে যাবে শনির কক্ষপথও