নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় তাঁর নাম বারবার খবরের শিরোনামে এসেছে। নিউ জিল্যান্ডের শেষ করোনা রোগী বাড়ি ফেরার পর আনন্দে নেচে উঠেছিলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। এবার নতুন যুদ্ধের আগেই রাধা কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে লড়াইটা শুরু করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বে যখন কোটি কোটি করোনা আক্রান্ত তখন তাঁর দেশে নামমাত্র কয়েকজন করোনা রোগী। অদৃশ্য শত্রুকে রুখতে অনেকাংশেই সফল নিউ জিল্যান্ড। কিন্তু সামনেই নিউ জিল্যান্ডের জাতীয় নির্বাচন। সে এক অন্য লড়াই। ভারতীয় হাই কমিশনারকে সঙ্গী করে অকল্যান্ডের রাধাকৃষ্ণ মন্দিরের বাইরে জুতো খুলে দর্শন সেরে এলেন জাসিন্ডা।


 



শুধু তাই নয় মুখে একগাল হাসি নিয়ে পাত পেড়ে খেলেন বাহারি নিরামিষ পদ। মেনুতে ছিল লুচি, ছোলার তরকারি ও ডাল। প্রার্থনাতেও সামিল ছিলেন ৪০ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। ভারতীয় হাই কমিশনার নিজে টুইট করে সেই ছবি শেয়ার করে  লিখেছেন, "নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু মূল্যবান মুহুর্ত।"


আরও পড়ুন: যার অঙ্গুলিহেলনে ইরানের বিচারব্যবস্থা চলে, সেই খামেইনি টুইটার অ্যাকাউন্ট খুললেন হিন্দিতে!