ইউরোপের লাটাভিয়াতে নিষিদ্ধ হল বোরখা
ওয়েব ডেস্ক: ইউরোপের ছোট্ট একটি দেশ লাটাভিয়া। যার রাজধানী রিগা। মূলত লাটাভিয়ান, রাশিয়ান, ইউক্রেন এইসব জাতিগত গোষ্ঠীর বাস এই লাটাভিয়াতে। এখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও বসবাস করেন। কোনও রকম ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করে, লাটাভিয়াতে নিষিদ্ধ করা হল নেকাব। লাটাভিয়ার আইন মন্ত্রী জানিয়েছেন, "২০১৭ সালের মধ্যে লাটাভিয়াতে আর কোনও মহিলা নেকাব পরবে না। এটা এখনই সম্ভব নয়, তবে দেশের এবং সংস্কৃতির ওপর পূর্ণ মর্জাদা ও সম্মান রেখেই আমাদের এটা করতে হবে। আমরা শুধু লাটাভিয়ার মানুষের নিরাপত্তা নিয়েই ভাবিত নই, দেশের আচার-আচরণ ও সংস্কৃতি নিয়েও সহানুভূতিশীল।"
সারা বিশ্বে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে, তাতে মুসলিম মহিলাদের বোরখা পরায় নিষেধাজ্ঞার পিছনে রয়েছে জাতীয় স্বার্থ, নিরাপত্তার বিষয়, এমনটাই জানিয়েছে লাটাভিয়ার সরকার। সন্ত্রাসের কবল থেকে বাঁচতে ও সাবধান হতেই এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রেই বোরখার আড়ালে বেআইনিভাবে অস্ত্রপাচার করে সন্ত্রাসবাদীরা। এই ধরণের ঘটনাকে ঠেকাতেই এই সিদ্ধান্ত।