নিজস্ব প্রতিবেদন: এই নিয়ে তিনবার। ব্যাঙ্ক প্রতারণা মামলায় নীরব মোদীর জামিন না মঞ্জুর করল ব্রিটিশ আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টার আদালতে নীরব মোদীর জামিন না মঞ্জুর হল আবার। পরবর্তী শুনানি আগামী ৩০ মে। গত ১৯ মার্চ নীরব মোদীকে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভারতের পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।


মাসুদের উপর নিষেধাজ্ঞার জের, নতুন জঙ্গি সংগঠনে মদত দিচ্ছে আইএসআই : গোয়েন্দা সূত্র
নীরব মোদীর যাতে জামিন না হয়, তা নিশ্চিত করতে লন্ডনে যায় ইডি-র আধিকারিক দল। এইবার নীরব মোদীর জামিনের আবেদন নিয়ে শুনানির আগে ব্রিটিশ সরকারের আইন মন্ত্রকের কর্তাদের সঙ্গে তাঁরা বৈঠকে বসেন। সূত্রের খবর, ব্রিটিশ আধিকারিকদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। 
উল্লেখ্য, এর আগেও দুবার নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।