ওয়েব ডেস্ক: শান্তির জন্য এবছর নোবেল পুরস্কার পেল পরমাণু অস্ত্র মুক্তির দাবিতে আন্দোলনকারী আন্তর্জাতিক সংস্থা। International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) নামে সংস্থাটি এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেতে চলেছে। ৩৩৮ জন প্রার্থীর মধ্যে থেকে নরওয়ের সংসদ এই সংস্থাকে বেছে নিয়েছে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বের ১০০টি দেশের বেসরকারি সংস্থাকে নিয়ে গঠিত আইসিএএন। আন্তর্জাতিক আইনে পরমাণু অস্ত্র নির্মূল করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে তারা। নোবেল কমিটির মতে, পরমাণু অস্ত্রের প্রয়োগ আটকাতে অসাধারণ কাজ করেছে আইসিএএন। মানব সভ্যতাকে বিপন্ন করে তুলেছে পরমাণু অস্ত্র। বিশ্বকে পরমাণু অস্ত্র থেকে মুক্তি দিতে এগিয়ে আসতে হবে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলিকে। 


রসায়ন, পদার্থবিদ্যা ও সাহিত্যে ইতিমধ্যেই নোবেল পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। ৯ অক্টোবর অর্থনীতির নোবেল পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা করা হবে। 


আরও পড়ুন, জৈব অনুকে স্তব্ধ করে রসায়নে নোবেল জিতলেন গবেষকত্রয়ী