জৈব অনুকে স্তব্ধ করে রসায়নে নোবেল জিতলেন গবেষকত্রয়ী

Updated By: Oct 4, 2017, 08:54 PM IST
জৈব অনুকে স্তব্ধ করে রসায়নে নোবেল জিতলেন গবেষকত্রয়ী

ওয়েব ডেস্ক: অনু অনুবীক্ষণের নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য এবছর রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন গবেষক। জ্যাক ডুবোশেট, জোয়াকিম ফ্রাঙ্ক ও রিচার্ড হেন্ডারসনের নাম এবছরের পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা করেছে নোবেল কমিটি। জৈব অনুর গঠন পরীক্ষার জন্য ক্রায়ো ইলেক্ট্রন মাইক্রোস্কোপি নামে একটি নতুন পদ্ধতির আবিষ্কার করেছেন তাঁরা।

গবেষক ত্রয়ীর এই উদ্বাভন জৈব রসায়নকে নতুন যুগের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছে নোবেল কমিটি। অধিকাংশ জৈব অনুর গঠন সদা পরিবর্তনশীল। ক্রায়ো ইলেক্ট্রন মাইক্রোস্কোপি নামে এই পদ্ধতিতে জৈব রসায়নের অনুর পরিবর্তন যে কোনও সময় স্তব্ধ করে ইলেক্ট্রনবিন্যাস ও অন্যান্য বৈশিষ্ট পরীক্ষা করা সম্ভব। এর ফলে সাধারণ জৈব রসায়ন ও ওষুধশিল্প বিশেষ উপকৃত হবে। 

.