নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই শোনা গিয়েছিল, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ বার তাঁর অস্ত্রোপচার ও তার পরবর্তী শারীরিক পরিস্থিতির খবর ঘিরে চাঞ্চল্য ছড়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর কিম জং উনের শারীরিক পরিস্থিতি নাকি এখন অত্যন্ত সঙ্কটজনক! অন্তত এমনটাই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন (CNN)-এ।


এই খবর সামনে আসার পর দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইট ডেইলি এনকে (Daily NK) কিম জং উনের অসুস্থতার খবর স্বীকার করে জানিয়েছে, কিম অসুস্থ হলেও তাঁর শারীরিক অবস্থা যে অত্যন্ত সঙ্কটজনক, এমন কোনও খবর তাঁদের কাছে নেই।


আরও পড়ুন: মার্কিন রাজনীতিতে নতুন মোড়! করোনার জুজু দেখিয়ে অভিবাসন সাময়িক বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের


যদিও ডেইলি এনকে (Daily NK)-এর এই খবর মেনে নিতে নারাজ মার্কিন গোয়েন্দারা। তাঁদের দাবি, ডেইলি এনকে (Daily NK) চালায় দক্ষিণ কোরিয়ার ‘ইউনিফিকেশন মিনিস্ট্রি’। তাই এই রিপোর্টের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন গোয়েন্দারা। তবে সিএনএন (CNN)-এ প্রকাশিত খবরকেও নিয়েও মতান্তর ও ধোঁয়াশা রয়েছে যথেষ্ট। সব মিলিয়ে কিমের স্বাস্থ্য নিয়ে গোটা বিশ্বের রাজনৈতিক মহলের জল্পনা এখন তুঙ্গে!