নিজস্ব প্রতিবেদন: মন খারাপ পর্বতারোহীদের। কিছুদিন আগেই কোভিড প্রোটেকল বাধ্যতামূলক হয়েছে এভারেস্ট অভিলাষীদের। তারই মধ্যে ধরা পড়েছে এক করোনা সংক্রমিতও। ফলে কড়াকড়ি বেড়েছে। এই বসন্তেও খোলা মনে পর্বত আরোহণ করা যাবে না বলে মনখারাপ পর্বতপ্রেমীদের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাসের (Coronavirus) থাবা পড়েছে মাউন্ট এভারেস্টেও। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে (Mount Everest) করোনাভাইরাস (Covid-19) পাওয়ায় চিন্তায় বিজ্ঞানীরা। ক'দিন আগেই এভারেস্টের বেসক্যাম্পে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন Norwegian climber Erlend Ness। সেটাই ছিল মাউন্ট এভারেস্টে প্রথম করোনা রোগীর খোঁজ। গত বছর করোনাভাইরাসের কারণে পর্বতারোহণ বন্ধ রাখা হয়েছিল। ২০১৯ সালের মে মাসের পর এই প্রথম মাউন্ট এভারেস্টে পা রেখেছিলেন অভিযাত্রীরা।


আরও পড়ুন: রাম, লক্ষ্মণ, রাবণ এবার সৌদি আরবেও!


গত এক বছরে নেপালের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। পর্বতারোহণে অন্যদের সহায়তা করা শেরপারাও এক বছর ধরে কাজ হারিয়ে বাড়িতে বসে। ২০২০-তে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাঁরা নিজেদের গ্রামে ফিরে গিয়েছিলেন। অনেকেই চাষবাস শুরু করে দিয়েছিলেন। নেপালের তিন কোটি জনসংখ্যার মধ্যে ১৫ লাখ মানুষ গত বছর করোনার জন্য কাজ হারিয়েছেন। 
 
আগেই বলা হয়েছিল, এভারেস্ট (Mount Everest) অভিযানের ক্ষেত্রে পর্বতারোহীদের একাধিক নিয়ম মানতে হবে। মাস্ক ছাড়া পর্বতারোহণ করা যাবে না। অভিযানের আগে প্রত্যেক পর্বতারোহীকে করোনা টেস্ট করাতে হবে। বেস ক্যাম্পে মেডিকেল টিম থাকবে। 


নেপালের (nepal) পর্যটন বিভাগ তাদের দেশের পর্যটন শিল্প বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে। 


আরও পড়ুন: অবশেষে মিলল নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ