ওয়েব ডেস্ক : পৃথিবীর সব দেশেরই একটি করে রাজধানী থাকে। যেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। কিন্তু একমাত্র এই দেশটিতে কোনও রাজধানী নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশটির নাম নাউরু। আরেক নাম প্লিজ্যান্ট আইল্যান্ড। নামেই পরিচয়। চোখজুড়ানো নৈসর্গিক দৃশ্য। পৃথিবীর একমাত্র দেশ এটাই, যার কোনও সরকারি রাজধানী নেই। আয়তনের বিচারে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যার বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম।


২১ বর্গ কিলোমিটার দ্বীপরাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়াতে অবস্থিত। দেশটিতে বাস সর্বসাকুল্যে ১০ হাজার পরিবারের। এই দেশটির নিজস্ব কোনও সেনাবাহিনীও নেই। প্রতিরক্ষার জন্য নাউরু, অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল।


আরও পড়ুন, আজব ব্যাপার! একইদিনে জন্ম বাবা, মা ও ছেলের


১২ বছরের কিশোরী নিজের আত্মহত্যার লাইভ ভিডিও করল!


৯ মাস ধরে ঋতুস্রাবের রক্ত দিয়ে 'সন্তানের ছবি' আঁকলেন শিল্পী!