একইদিনে জন্মালেন বাবা, মা ও ছেলে!!!

পরিসংখ্যানবিদরা বলছেন, ১ লাখ ৩৩ হাজার জনে একজনের হয় এরকম। প্রথমে বাবা, মা। তারপর ছেলে। সবাই জন্মেছেন একইদিনে। ১৮ ডিসেম্বর। মাঝে ব্যবধান ২৭ বছরের।

Updated By: Jan 13, 2017, 09:18 PM IST
একইদিনে জন্মালেন বাবা, মা ও ছেলে!!!

ওয়েব ডেস্ক : পরিসংখ্যানবিদরা বলছেন, ১ লাখ ৩৩ হাজার জনে একজনের হয় এরকম। প্রথমে বাবা, মা। তারপর ছেলে। সবাই জন্মেছেন একইদিনে। ১৮ ডিসেম্বর। মাঝে ব্যবধান ২৭ বছরের।

মিসিসিপির বাল্ডউইনের দম্পতি লিউক গার্ডনার ও হিলারি গার্ডনার। স্বামী লিউকের থেকে হিলারি ঠিক ৬ ঘণ্টার বড়। হিলারি জন্মেছিলেন ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর, সকাল ৮টা ১০-এ। সেদিনই দুপুর ২টো ১০-এ জন্ম লিউকের। স্বামী-স্ত্রী কারোরই তাই আলাদা করে একে অন্যের জন্মদিন মনে রাখার দরকার পড়েনি।

হিলারি গর্ভবতী হলে, ডাক্তার ডেট দেন ১৯ ডিসেম্বর। স্মার্টফোনের বিশেষ অ্যাপের সাহায্যে হিলারি দেখেন ডেলিভারি ডেট ১৫ ডিসেম্বর। শেষমেশ লিউক-হিলারির পুত্রসন্তান ভূমিষ্ঠ হয় সেই ১৮ ডিসেম্বরেই। বাবা, মায়ের জন্মদিনের ২৭ বছর পর ২০১৬-র ১৮ ডিসেম্বর সকাল ১০টা ১-এ জন্ম হয় কেড লি গার্ডনারের। তৈরি হয় অভিনব আনন্দের ইতিহাস।

আরও পড়ুন, ৯ মাস ধরে ঋতুস্রাবের রক্ত দিয়ে 'সন্তানের ছবি' আঁকলেন শিল্পী!

বাপুজিকে সরিয়ে মোদীজি, আরও এক বিতর্কের ইন্ধন জোগালেন প্রধানমন্ত্রী!

.