Pak PM: ভারতের জনসংখ্যা ১ বিলিয়ন ৩০০ কোটি মন্তব্য করে ফাঁপরে ইমরান
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক `ট্রোলড` হয়েছেন ইমরান।
নিজস্ব প্রতিবেদন: বিচিত্র মন্তব্য করায় একরকম সিদ্ধহস্ত ইমরান খান। কিছুদিন আগে তালিবানকে 'জঙ্গি' নয়, সাধারণ মানুষ আখ্যা দিয়েছিলেন তিনি। এ বার ভারতের জনসংখ্যা নিয়ে ভিত্তিহীন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন পাক ক্রিকেটের এক সময়ের রাজপুত্র।
ক্রিকেট নিয়ে কথাপ্রসঙ্গে ভারতকে খোঁচা দিতে গিয়ে এবারের এই আলটপকা মন্তব্যটি করে বসলেন ইমরান খান (Imran Khan)। ইমরানের ভাষণের ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) নিউজিল্যান্ডের কাছে ভারতের হার নিয়ে কথা বলছিলেন তিনি।
আরও পড়ুন: Saudi Arabia: ভিন্ন মতাবলম্বীদের উপর দমন-পীড়ন বেড়েছে: Amnesty
সেখানেই তিনি বলেন, নিউজিল্যান্ড (New Zealand) ৪০-৫০ লক্ষ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও ১ বিলিয়ন ৩০০ কোটি জনসংখ্যার দেশ ভারতকে হারিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ভারতের বর্তমান জনসংখ্যা ১৩০ কোটির মতো। অর্থাৎ, ১.৩ বিলিয়ন।
বিচিত্র মন্তব্য করে প্রায়শই ফাঁপরে পড়েন ইমরান। কিছু দিন আগেই উজবেকিস্তান নিয়ে এ জাতীয় একটি মন্তব্যের জন্যও সোশ্যাল মিডিয়ায় 'ট্রোলড' হন তিনি। আবার আফগানিস্তানে তালিবানের কার্যকলাপ নিয়ে বলতে গিয়েও তালিবানকে 'ওরাও মানুষ' জাতীয় অভিধায় ভূষিত করেছিলেন তিনি।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Earthquake: Japan-এ ভূমিকম্প, কেঁপে উঠল Tokyo Olympics-এর আসর