ওয়েব ডেস্ক : উরি হামলার পর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। একে অপরের বিরুদ্ধে বারংবার দোষারোপ ও পাল্টা দোষারোপের পালা চলছে। এই পরিস্থিতিতে গত বুধবার পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত। আর তারপর থেকেই দু'দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে।


একের পর এক বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা শুরু হয়ে যায় দু'দেশের মধ্যে। এই পরিস্থিতিতে ভারতকে অপমাণের মাত্রাটা আরও কিছুটা বাড়িয়ে দিল পাকিস্তান। আজই সেদেশে ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। পাকিস্তানের কোনও সিনেমা হলে দেখানো যাবে না বলিউডের সিনেমা।