নিজস্ব প্রতিবেদন: মহাকাশের লড়াইয়ে ভারত এখন মহাশক্তিধর। বুধবারই বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভারতের হাতে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে ধ্বংস করা যেতে পারে উপগ্রহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভারত যখন সাফল্যের উদযাপনে ব্যস্ত, তখন এ নিয়ে পাকিস্তানের তরফ থেকে এল প্রতিক্রিয়া। তবে সেই প্রতিক্রিয়ায় ভারতের জন্য প্রশংসা ছিল না। বরং ইসলামাবাদ থেকে জানানো হয়েছে, মহাকাশে অস্ত্র শক্তি প্রদর্শনের ঘোরতর বিরোধী পাকিস্তান।


আরও পড়ুন: পুলওয়ামা হামলায় জইশ-যোগের আরও প্রমাণ চাই পাকিস্তানের


পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর বক্তব্য, মহাকাশের উপর অধিকার সমগ্র মানবজাতির। তাই প্রতিটি রাষ্ট্রের উচিত মহাকাশকে অন্তত সামরিক কার্যকলাপের বাইরে রাখা।


এই প্রসঙ্গেই তিনি মহাকাশের ব্যবহারে আন্তর্জাতিক আইন আরও কঠোর করার দাবি তুলেছেন। মহাকাশে বিভিন্ন দেশের আর্থ সামাজিক কাজে কোনও দেশ যেন বিপদ না তৈরি করতে পারে, সেই কারণেই পাকিস্তানের তরফে এই দাবি করা হয়েছে।


আরও পড়ুন: অরুণাচলকে ভারতের অংশ দেখানোয় ৩০ হাজার মানচিত্র নষ্ট করল চিন


ভারতের মিশন শক্তির সাফল্য নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া, এর আগে অন্য দেশ এই ধরনের কাজ করায়, তার সমালোচনা করা হয়েছিল। এখন তারাই সেই কাজ করছে।