বেড নেই, ভেন্টিলেটর নেই, করোনা থাবায় `সঙ্কটজনক` পাকিস্তান
ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশনের চেয়াররম্যান খাইজাপ হায়াত জানিয়েছেন, হাসপাতালগুলিতে সব বেড ভর্তি। প্রয়োজনীয় ভেন্টিলেটরও নেই।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে করোনা আক্রান্তর সংখ্য়া ১ লক্ষ ছাড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আর হাসপাতালে বেড নেই। চিকিৎসকরাও বলছেন হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, ভেন্টিলেটর নেই। চিকিৎসা করা দু:সাধ্য।
শুধুমাত্র লাহোরেই করোনা আক্রান্ত ৭০ হাজার। লাহোরের একটি হাসপাতালের চিকিৎসক ফারুক সাহিলের কথা অনুযায়ী আক্রান্তর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য কর্মীরাও করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশনের চেয়াররম্যান খাইজাপ হায়াত জানিয়েছেন, হাসপাতালগুলিতে সব বেড ভর্তি। প্রয়োজনীয় ভেন্টিলেটরও নেই।
আরও পড়ুন: করোনা মুক্ত দেশ কীভাবে করলো নিউ জিল্যান্ড? জেনে নিন
অর্থনীতির কথা মাথায় রেখে সারা দেশে সম্পূর্ণ লকডাউন কায়েম করেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের করোনা টাস্কফোর্সের প্রধান উমর সোমবার সকালে ঘোষণা করেছে দেশের প্রধান শহর গুলিতে নতুন করে ১০০০ বেড যোগ করা হবে। বালুচিস্তান প্রদেশের সরকারি মুখপাত্র লিয়াকৎ শাহাওয়ানি জানিয়েছেন, পরিস্থিতি গুরুতর। কর্তৃপক্ষ লড়াই চালিয়ে যাচ্ছে।