জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার টেবিলে বসে কাশ্মীর সমস্যার সমাধান করা। এক সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শরিফ বলেন, ‘ভারতীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার বার্তা, আসুন আমরা টেবিলে বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের জন্য আন্তরিকভাবে আলোচনা করি। ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে শরিফ বলেন, ‘এই অবস্থা অবশ্যই বন্ধ করতে হবে, যাতে সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে পড়ে যে ভারত আলোচনা করতে প্রস্তুত’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Nepal Plane Crash: অবশেষে উদ্ধার ব্ল্যাকবক্স! এবার সামনে আসবে নেপাল বিমানদুর্ঘটনার প্রকৃত কারণ...


তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী। আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে বসবাস করা এবং উন্নতি করা। একে অপরের সঙ্গে ঝগড়া করে এবং সময় ও সম্পদ নষ্ট না করা। ভারতের সঙ্গে পাকিস্তানের তিনটি যুদ্ধ হয়েছে, যা কেবল জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব নিয়ে এসেছে। দুবাইয়ের আল আরাবিয়া টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘শিক্ষা পেয়েছি এবং আমরা শান্তিতে থাকতে চাই।'


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা দারিদ্র্য দূর করতে চাই, সমৃদ্ধি অর্জন করতে চাই এবং আমাদের জনগণকে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা এবং কর্মসংস্থান দিতে চাই এবং বোমা ও গোলাবারুদ নিয়ে সম্পদ যাতে না নষ্ট হয়।”



আরও পড়ুন, Sri Lanka: কামানের নীচে দাঁড়িয়েই শ্যাম্পু! যে-জলকামানে ছত্রভঙ্গের চেষ্টা সেই জলেই মাথা ধুলেন বিক্ষোভকারীরা...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)