নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে জঙ্গিরা যে বহাল তবিয়তে রয়েছে তা মার্কিন প্রেসিডেন্টের কাছে স্বীকারই করে নিয়েছেন ইমরান খান। তবে আন্তর্জাতিক চাপ থাকা সত্বেও জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পাক সরকার। বরং পাকিস্তানের বাজারে বিক্রি হওয়া ফেয়ারনেস ক্রিম তৈরির কোম্পানিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মানা হচ্ছে না নিয়ম! ছাত্র বিক্ষোভে বন্ধ হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিএড-এ ভর্তি


কেন এমন সিদ্ধান্ত? দেশের পরিবেশমন্ত্রী জারতাজ গুল ওয়াজির সংবাদমাধ্যমে বলেন, দেশের বাজারে বিক্রি হচ্ছে বহু সস্তা ফেয়ারনেস ক্রিম। চামড়ার প্রবল ক্ষতি করছে ওইসব ক্রিম।



পাকিস্তানের এক জনপ্রিয় চ্যানেলে ওয়াজির জানিয়েছেন, ফেয়ারনেস ক্রিমগুলির উপাদান বিশ্লেষণ করে দেখার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সরকারের আশঙ্কা ওইসব ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ রয়েছে।


আরও পড়ুন-আজ বায়ুসেনার হাতে পৌঁছাচ্ছে অ্যাপাচে হেলিকপ্টার


পাক বাজারে চলে ৫৯টি দেশিয় ও আন্তর্জাতিক ফেয়ারনেস ক্রিম। এদের মধ্যে ৩টি ছাড়া বাকী ৫৬টি আন্তর্জাতিক মানের নয়। ওইসব ক্রিমে মানুষের সহনশীনতার মারার বাইরে পারদ ব্যবহার করা হয়েছে। পরীক্ষাগারে প্রমাণ হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।