জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং পাক সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান 'তেহরিক-ই-ইনসাফে'র ('পিটিআই') ডাকা বিক্ষোভে উত্তাল পাকিস্তান। এর জেরে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। সেই বিক্ষোভ প্রশমন করতে গ্রেফতার করা হয়েছে 'তেহরিক-ই-ইনসাফ' তথা 'পিটিআইয়ে'র পাঁচ পার্লামেন্ট সদস্য-সহ প্রায় চার হাজার সমর্থককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Road Accident: ভয়ংকর! হাড়হিম! দুর্ঘটনায় ৫৭৫ জনের প্রাণহানি! রাস্তায় বেরলে মৃত্যুই কি ভবিতব্য?


ইসলামাবাদে জমায়েত হওয়ার কথা ঘোষণা করেছিলেন পিটিআই নেতা-কর্মীরা। তাঁদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। দুই মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারাও। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত। কিন্তু তার পরেও সমস্ত বাধা উপেক্ষা করে সোমবার ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীরা। এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায়-দফায় তাঁদের সংঘর্ষও হয়। এবং পরে পুলিসসূত্রে জানা যায়, ইমরান খানের চার হাজার সমর্থককে গ্রেফতার করেছে পাকপুলিস। এঁদের মধ্যে পার্লামেন্টের পাঁচ সদস্যও রয়েছেন।


এক সাংবাদিক সম্মেলনে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেফতার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে।


আরও পড়ুন: Lord Hanuman: জেনে নিন সেই সব মহাভাগ্যবান রাশির নাম, হনুমানজির কৃপায় যাঁদের উন্নতি কেউ কোনও দিন ঠেকিয়ে রাখতে পারে না...


সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান বলেন, এ নিয়ে সমস্ত আপডেট শিগগিরই জানানো হবে। আলোচনা চলছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)