রবিবার আবু ধাবির প্রথম মন্দিরের শিলান্যাস করবেন মোদী
২০২০ সালের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে। দুবাই-আবু ধাবি হাইওয়ের ধারে তৈরি হবে ওই নতুন মন্দির। মন্দিরে থাকবে কৃষ্ণ, আয়াপ্পার মূর্তি
নিজস্ব প্রতিবেদন: আরব মুলুকে তৈরি হতে চলেছে আরও একটি মন্দির! আর সেই মন্দিরের শিলান্যাস হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর হাতেই।
রবিবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে একটি মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুবাই অপেরা হাউস থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে তিনি ওই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
আরও পড়ুন-শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই স্বাধীন হবে প্যালেস্তাইন, বার্তা মোদীর
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহিতে মোট ২টি মন্দির রয়েছে। দুটোই দুবাইয়ে। ফলে সে দেশে কর্মরত ভারতীয় হিন্দু ধর্মালম্বীদের পুজো দেওয়ার জন্য আসতে হয় দুবাইয়ে। ২০১৫ সালেও একবার আমিরশাহিতে এসেছিলেন মোদী। তখনই আমিরশাহি সরকার দুবাইয়ে ওই মন্দির তৈরির কথা ঘোষণা করে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর ২০২০ সালের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে। দুবাই-আবু ধাবি হাইওয়ের ধারে তৈরি হবে ওই নতুন মন্দির। মন্দিরে থাকবে কৃষ্ণ, আয়াপ্পার মূর্তি।