শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই স্বাধীন হবে প্যালেস্তাইন, বার্তা মোদীর
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্তাইনে পা রাখলেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: প্যালেস্তাইনে গিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ''আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান সম্ভব।''
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্তাইনের ভূখণ্ডে পা রাখলেন তিনি। তাঁকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে স্বাগত জানান প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আপ্লুত নরেন্দ্র মোদী বলেন, ''এটা ভারতের সম্মান। দু'দেশের বন্ধুত্বের প্রতীক। ভারতীয়দের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।'' দু'দেশের মধ্যে এদিন কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে। যৌথ সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন,''ভারতের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর সম্মানের বিষয়।''
The commendation reads “In recognition of his wise leadership and his lofty national and international stature, and in appreciation of his efforts to promote the historic relations between the State of Palestine and the Republic of India...’’ pic.twitter.com/C4pD3APfc3
— PMO India (@PMOIndia) February 10, 2018
আরও পড়ুন- গল্প শুনিয়ে সাংসদদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন,''আমরা আশা করছি, শীঘ্রই শান্তি ও স্থিতাবস্থা ফিরবে প্যালেস্তাইনে। আলোচনার মাধ্যমেই স্থায়ী সমস্যার সমাধান সম্ভব। কূটনীতিই হিংসা ও অতীত তিক্ততা থেকে মুক্ত করতে পারে প্যালেস্তাইনকে।''