নিজস্ব প্রতিবেদন: ফের মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গের মৃত্যু। জর্জ ফ্লয়েডের মতো আবারও পুলিসের হাতে প্রাণ হারালেন ২৯ বছর বয়সী ডিজন কিজি। কেনোসার জেকব ব্ল্যাকের মতোই লস অ্যাঞ্জেলেসে কিজিকে গুলি করল মার্কিন পুলিস। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই কৃষ্ণাঙ্গ তরুণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে মহিলার সঙ্গে 'ঘনিষ্ঠতা', চ্যাট ফাঁস হতেই বিপাকে বিজেপি সাংসদ 


স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার বিকেলে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কিজি। তখনই তাঁকে আটকায় লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের প্রতিনিধিরা। বাধা পেয়ে এক প্রতিনিধিকে ঘুষি মারেন ওই কৃষ্ণাঙ্গ তরুণ। তারপর কিজির কাছ থেকে জামাকাপড়-সহ কিছু সামগ্রী পড়ে যায়। পুলিসের দাবি, প্রতিনিধিরা তখন দেখেন ওই কাপড়ের মধ্যে একটি হ্যান্ডগানও রয়েছে। তারপরেই গুলি চলার ঘটনাটি ঘটে। পুসিসের এও দাবি, ট্রাফিক আইন ভেঙেছিলেন ওই তরুণ।


বন্দুকটি ধরতে যাওয়ার সময় প্রতিনিধিরা গুলি করেছে কিনা এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাহলে কি নিরস্ত্র কিজিকেই গুলি করেছে মার্কিন পুলিস? এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন।


আরও পড়ুন- প্যাংগং লেকের দক্ষিণ ফের উত্তেজনা সৃষ্টির চেষ্টা চিনের, জুতসই জবাব দিল সেনাও


কিজির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই শতাধিক আমেরিকাবাসী সেখানে এসে বিক্ষোভ শুরু করেন। তার মধ্যে থেকেই এক মহিলা প্রশ্ন তোলেন, "বিচার ব্যবস্থার কী মানে কি সবাইকে মেরে ফেলা?"


কেনোসাতে জেকব ব্ল্যাকের পিঠে মোট ৭ বার গুলি চালিয়েছিল মার্কিন পুলিস। তারপরেই আওয়াজ উঠেছিল "ব্ল্যাক লাইভ ম্যাটারস।" জর্জ ফ্লয়েড কাণ্ডের সুপ্ত আগুন ফের হয়ে উঠেছিল দাবানল। এই ঘটনার পর সেই আন্দোলনই আরও শক্ত হতে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের।