জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২ বছরের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক। পূর্বাভাসটি বাংলাদেশের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে।  কমোডিটি মার্কেট আউটলুক নামের এক প্রতিবেদনে বাংলাদেশের ১০০  পণ্যের দামের উপরে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'চাকরি দিতে টাকা নিয়েছে দেবের লোক'! স্বর্ণ ব্যবসায়ী-যুব নেতার বিস্ফোরক ভাইরাল অডিয়ো...


কী আছে ওই পূর্বাভাসে? বাংলাদেশে সয়াবিন তেলের চাহিদা প্রবল। বিশ্ব ব্যাঙ্কের তরফে বলা হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে সয়াবিন তেল, তুলো, জ্বালানি তেলের দাম বাড়বে। আর তা যদি হয় তাহলে তা সরাসরি বাংলাদেশের আম জনতার উপরে প্রভাব ফেলবে। তবে ইউরিয়া, এলএনজি নিয়ে স্বস্তির খবর মিলেছে।


বিশ্ববাজারে পণ্যের দাম ৩ শতাংশ কমবে এবছর। আগামী বছর কমছে ৪ শতাংশ। মাংসের দাম নিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছে বিশ্বব্যাঙ্ক। বলা হয়েছে মুরগি ও গোরুর মাংসের দাম আরও বাড়বে। এবছরই গোরুর মাংসের দাম বাড়বে ৫.২ ডলার। বাড়বে মুরগির মাংসের দামও।


মোট ১০০ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের কতটা পরিবর্তন হবে তার একটা আন্দাজ দিয়েছে বিশ্বব্যাঙ্ক। এতে প্রভাবিত  হবে বাংলাদেশ। কারণ তালিকায় থাকা ১০টি পণ্য আমদানি করে বাংলাদেশ। এ বছরে ৩ শতাংশ কমবে অপরিশোধিত তেল ও গ্যাস। ফলে এক প্রভাব বাংলাদেশের উপরে পড়বে বলেই মেন করছেন বিশেষজ্ঞরা। কারণ অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ।


সোনার দামের ক্ষেত্রে বেশ খানিকটা অস্থিরতা দেখা দিয়েছে সোনার দামে। এবার তাও কমতে পারে। কমতে পারে কয়লার দাম। এবার কয়লার দাম হতে পারে ১২৫ ডলার প্রতি টন। ২০২৫ সালে ওই দাম কমে হতে পারে ১১০ ডলার। অন্যদিে এলএনজির দাম ১৪ ডলার থেকে কমে হতে পারে ১২ ডলার।


ওই প্রতিবেদনে বলা হয়েছে, কফি, চিনি, গম, যব ও ভুট্টার। এর পাশাপাশি কমবে নারকেল তেলের দাম, পাম ওয়েল ও সয়াবিন তেলের।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)