নিজস্ব প্রতিবেদন:চিনের পর এবার রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী জো বাইডেনকে মার্কিন রাষ্ট্রপতি হিসেব মানতে রাজি নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার রাশিয়ার সরকারি টিভি চ্য়ানেলে পুটিন বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ যাঁর ওপরে ভরসা করেন তাঁর সঙ্গেই কাজ করতে চাই। তবে প্রতিপক্ষ যখন অন্যের জিত মেনে নেন তখনই তাকে জয় বলি। তা নাহলে আইনের রাস্তায় জয়কে মান্যতা পেতে হবে।'


আরও পড়ুন-২৬ নভেম্বর সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে বড়সড় মিছিলে হাঁটল বাম-কংগ্রেস   


উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের জয় নিয়ে রাশিয়ার দিতে আঙুল তুলেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। দাবি ছিল, ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে রাশিয়ার হাত রয়েছে। ফলে সেই রাশিয়া এখন বাইডেনের জয় নিয়ে চিন্তিত। রাশিয়া মনে করছে, জো বাইডেনের নির্বাচনের ফলে রাশিয়ার ওপরে মার্কিন নিষেধাজ্ঞার বহর আরও বাড়বে।


আরও পড়ুন-প্যারিস জলবায়ু চুক্তিতে দেওয়া লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে ভারত, G20 সম্মেলনে সরব মোদী 


জো বাইডেনের নির্বাচনকে মান্যতা না দিলেও রাশিয়া অবশ্য জানিয়ে দিতে ভোলেনি, এর পেছনে সবটাই হল আনুষ্ঠানিকতা। কারণ জয় পেতে গেলে তা সবপক্ষকে মেনে নিতে হবে।


পুটিনকে প্রশ্ন করা হয়, তাঁর ওই মন্তব্যের ফলে রুশ-মার্কিন সম্পর্কের ক্ষতি হবে কিনা! পুতিন বলেন, ক্ষতি হওয়ার কিছু নেই। আগে থেকেই দুদেশের সম্পর্ক নষ্ট হয়ে রয়েছে।