২৬ নভেম্বর সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে বড়সড় মিছিলে হাঁটল বাম-কংগ্রেস

Nov 22, 2020, 23:35 PM IST
1/5

বাম-কংগ্রেসের জোটকে খানিকটা শক্তিশালী করল ২৬ নভেম্বরের সাধারণ ধর্মঘট। সর্বভারতীয় ধর্মধটের সমর্থনে রবিবার বড়সড় মিছিল করল বাম-কংগ্রেসের। এদিন পৌনে চারটে নাগাদ ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয় মিছিল। শেষ হয় টিটাগড়ে। 

2/5

টিটাগড়ে বাং-কংগ্রেসের যৌথ সামাবেশে বক্তব্য রাখেন বিমান বসু, মহম্মদ সেলিম, কংগ্রেসের শুভঙ্কর সরকার, জেলা নেতা ও বাম নেতৃত্ব। প্রসঙ্গত, জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে একটা জলঘোলা শুরু হয়েছিল জোটে। তার কোনও আভাস মিলল না সমাবেশে। বরং একুশের নির্বাচনের আগে দুই শিবিরের ঐক্যের ছবি ধরা পড়ল মিছিলে।

3/5

ধর্মঘট সমর্থনের পাশাপাশি বারাকপুর শিল্পাঞ্চলে শান্তি ফেরানোর দাবিও উঠে মিছিল থেকে।

4/5

তৃণমূল রাস্তায় নেমে বন্ধের বিরোধিতা করবে এমন মন্তব্য নিয়ে সেলিম বলেন, "কেন্দ্রের নীতির বিরুদ্ধে গরিব মানুষের দাবি নিয়ে ধর্মঘট। আরএসএস আর বিজেপি বিরোধিতা করছে। তৃণমূল বিরোধিতা করলে বুঝতে হবে তারা আরএসএস এর সমর্থক।"

5/5

এদিন সমাবেশে দাবি ওঠে, একশো দিনের জায়গায় দুশো দিন কাজ দিতে হবে, কেন্দ্রের কৃষিআইন বাতিল করতে হবে, আয়কর এর আওতার বাইরে থাকা মানুষদের ৬ মাস সাড়ে ৭ হাজার টাকা দিতে হবে, প্রতিমাসে ১০ কেজি খাদ্যশস্য দিতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে।