নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে আবার ভূমিকম্প। শুক্রবার রাতে ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাক-ভূমি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাক আবহাওয়া অফিসসূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৬.৪ মাত্রার (earthquake of magnitude 6.4) ভূমিকম্প অনুভূত হয় ইসলামাবাদ-সহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান প্রদেশের কিছু অংশ, পাকনিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানে।


আরও পড়ুন: 7.7 মাত্রার তীব্র ভূমিকম্প (Earthquake), ছোট সুনামিতে বিপদ আপাতত কাটল


ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান (Tajikistan)। ভূ-অবস্থানগত দিক থেকেই পাকিস্তান ভূকম্পপ্রবণ (earthquake-prone)। একই সঙ্গে ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান এই দুই টেকটোনিক প্লেটের (Eurasian and Indian tectonic plates) উপর পাকিস্তান অবস্থিত। 'চমন ফল্ট' (The Chaman Fault)পাকিস্তানের কাছে বরাবর এক ভীতির কারণ। 


ভূমিকম্প আঘাত হানার পরই ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, মুজাফরাবাদ-সহ বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। স্বাভাবিক ভাবেই তাঁদের মধ্যে ভীতির সঞ্চার হয়। তবে ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সম্পদহানির সঠিক তথ্যও মেলেনি। দেশটির প্রত্যন্ত পার্বত্য এলাকায় এই ভূমিকম্প কী ধরনের প্রভাব ফেলল, এখনও পর্যন্ত সে খবরও অজানা।


আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু সিডনিতে