'স্ট্রেঞ্জ' ভূমিকম্পের কারণ ব্যাখা করলেন বিজ্ঞানীরা

কীভাবে টেকটোনিক প্লেটের দূরবর্তী স্থানেও ভূমিকম্প হয় তার কার্যকারণ খুঁজে পেয়ে গেলেন বিজ্ঞানীরা। 

Updated By: Aug 31, 2015, 04:28 PM IST
'স্ট্রেঞ্জ' ভূমিকম্পের কারণ ব্যাখা করলেন বিজ্ঞানীরা

ওয়েব ডেস্ক: কীভাবে টেকটোনিক প্লেটের দূরবর্তী স্থানেও ভূমিকম্প হয় তার কার্যকারণ খুঁজে পেয়ে গেলেন বিজ্ঞানীরা। 

টেকটনিক প্লেটের পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্প মূলত প্লেটগুলির মধ্যেকার গতির জন্য হয়। গবেষকরা জানাচ্ছেন টেকটনিক প্লেট দূরবর্তী অঞ্চলে ভূমিকম্পের প্রাথমিক কারণ প্লেটগুলির তলবর্তী অঞ্চলের গতি। 

ভূপৃষ্ঠের নীচে সেমি লিক্যুইড একটি ভাসমান শিলার স্তর আছে যেটি লাগাতার উষ্ণ হয় উপরের দিকে উঠে আসে আবার ঠাণ্ডা হয়ে নীচের দিকে ডুবে যায়। 

এই পরিচলনক্ষম প্রক্রিয়া প্লেটগুলির পৃষ্ঠ চির-পরিবর্তনশীল গতির সঙ্গে পৃষ্ঠ দেশে ইন্টার‍্যাক্ট করে। যার ফলে ইন্টারপ্লেট কম্পনের জন্ম হয়, এবং ভূমিকম্প সৃষ্টি হয়। 

ভূপৃষ্ঠের উপরিভাগের গঠনও ভূমিকম্পের স্থান নির্ধারণে ভূমিকা রাখে। জানিয়েছেন গবেষকরা। যদিও তাঁরা জানাচ্ছেন এই ব্যাখাই স্ট্রেঞ্জ ভূমিকম্পের একমাত্র কারণ নয়। 

.