ওয়েব ডেস্ক : কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামসের পর এবার রাজা চারি। NASA-র মহাকাশ অভিযানের জন্য নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহাকাশ অভিযানে অংশ নেওয়ার জন্য আবেদন পড়েছিল ১৮,০০০। তারমধ্যে থেকে ঝাড়াই-বাছাইয়ের পর বেছে নেওয়া হয় ১২ জনকে। ৩৯ বছরের রাজা চারি হলেন তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী, যিনি NASA-র অভিযানে জায়গা করে নিলেন।


US ন্যাভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক ও MIT থেকে মাস্টার্স রাজা চারি, বর্তমানে মার্কিন বায়ুসেনার লেফটান্যান্ট কর্নেল পদের দায়িত্ব সামলাচ্ছেন। প্রায় ২০০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।


আরও পড়ুন, মদ বিক্রিতে আংশিক ভাবে নিষেধাজ্ঞা তুলে নিল কেরলের বাম সরকার