মদ বিক্রিতে আংশিক ভাবে নিষেধাজ্ঞা তুলে নিল কেরলের বাম সরকার

মদ বিক্রিতে নিষেধাজ্ঞা আংশিক ভাবে তুলে দিল কেরলের বাম সরকার। রাজ্যের থ্রি স্টার থেকে আরও বিলাসবহুল হোটেলগুলির বারে এখন বিক্রি করা যাবে মদ। তবে, মদ্যপানের নূন্যতম বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে করা হয়েছে ২৩ বছর।

Updated By: Jun 8, 2017, 09:11 PM IST
মদ বিক্রিতে আংশিক ভাবে নিষেধাজ্ঞা তুলে নিল কেরলের বাম সরকার

ওয়েব ডেস্ক : মদ বিক্রিতে নিষেধাজ্ঞা আংশিক ভাবে তুলে দিল কেরলের বাম সরকার। রাজ্যের থ্রি স্টার থেকে আরও বিলাসবহুল হোটেলগুলির বারে এখন বিক্রি করা যাবে মদ। তবে, মদ্যপানের নূন্যতম বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে করা হয়েছে ২৩ বছর।

২০১৪ সালে তত্কালীন কংগ্রেস সরকার ঘোষণা করে, কেরালাকে 'অ্যালকোহন ফ্রি' রাজ্য করা হবে আগামী ১০ বছরের মধ্যে। ২০১৬ সালে রাজ্যে ক্ষমতায় আসে বামপন্থী সরকার। আজ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই বিষয়ে একটি বৈঠক করেন। তারপরই, সিদ্ধান্ত নেওয়া হয় নতুন করে সেখানে মদ বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ভারতে জন প্রতি মদ্যপানের পরিমাণ সবথেকে বেশি কেরলে। পর্যটনে নির্ভর এই রাজ্যে তাই মদ বিক্রির ওপর যেমন নিষেধাজ্ঞা তোলার পক্ষে বর্তমান সরকার, তেমনই যুসমাজের মধ্যে মদ্যপানের প্রভাবের বিরুদ্ধেও রয়েছে তারা।

আরও পড়ুন- কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আমন্ত্রণ অগ্রাহ্যের কথা স্বীকার করলেন উর্জিত প্যাটেল

.