নিজস্ব প্রতিবেদন: টুইটার হ্যান্ডেলে এমিরেটস এয়ারলাইন সংস্থা ছবিটি পোস্ট করতেই ধন্দে পড়েছেন নেটিজেনরা। সবার মুখে প্রশ্ন একটাই, “এটা সত্যি।” যদিও ক্যাপশনে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে ছবিটি বানিয়েছেন সারা শাকিল নামে এক শিল্পী। কিন্তু সেদিকে চোখ যাবেই বা কি করে! তখন কয়েক লক্ষাধিক হিরের ঝলকানিতে নেটিজেনদের চোখ গিয়েছে আটকে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিষয়টি খোলসা করা যাক। গত মঙ্গলবার ‘ব্লিং৭৭৭’ নামে একটি হিরে খচিত বিমানের ছবি পোস্ট করে এমিরেটস এয়ারলাইন সংস্থা। ছবিটি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কৌতূহল, বিমানের গায়ে সত্যিই কি হিরে বসানো হয়েছে! সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কৌতূহল চরমে ওঠায় এমিরেটসের তরফে জানানো হয়, ছবিটি বানানো হয়েছে।


আরও পড়ুন- মোদী সরকারকে ‘মুসলিম বিরোধী’ বলে সমালোচনা ইমরানের


জানা গিয়েছে, ছবিটি বানিয়েছেন ক্রাইস্টাল শিল্পী সারা শাকিল। তাঁর ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন শাকিল। মনে ধরে এমিরেটস এয়ারলাইন সংস্থা। শাকিলের অনুমতি নিয়ে ওই ছবি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে। ক্রাইস্টাল শিল্পী হিসাবে সোশ্যাল মিডিয়া শাকিল অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফোলোয়ার সংখ্যা ৪.৮ লক্ষ।